পদ্মা সেতুর ঋণ চুক্তি স্বাক্ষর করতে বিশ্বব্যাংকের এমডি ঢাকা আসছেন

তিনদিনের সফরে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ন’গোজি এন ওকোনজো-ই’ওয়েলা আগামী মঙ্গলবার ঢাকা আসছেন। সফরকালীন তিনি পদ্মা সেতুর জন্য বাংলাদেশকে দেওয়া ঋণ প্রদানের জন্য চুক্তি স্বাক্ষর করবেন। যোগাযোগ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক সূত্র রোববার এ তথ্য জানায়। পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংক ১ দশমিক ২ বিলিয়ন ইউএস ডলার ঋণ সহায়তা (কনসেশনার ক্রেডিট) দিতে রাজি হয়েছে।

পদ্মা সেতুর প্রকল্প অফিসে বাংলাদেশে সঙ্গে এ ঋণ প্রদান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে বলেও যোগাযোগ মন্ত্রণালয় জানায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাসহ বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা অফিসের কর্মকর্তাদের পদ্মা সেতুর প্রকল্প অফিসে নিয়ে যাওয়া হবে।

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ্মা সেতু নির্মাণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমও পরিদর্শন করবেন।

এছাড়া এশিয়ার ইউনিভার্সিটি অব উইমেনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও অংশ নিতে মঙ্গলবার তিনি চট্টগ্রাম যাবেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply