মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় শতাধিক আ’লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় আওয়ামী লীগের ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। শনিবার আওয়ামী লীগ নেতা আরিফের ভাই হারুনুর বাদী হয়ে গজারিয়া থানায় এ মামলা করেন। মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করা হয়েছে। অন্যদিকে সংঘর্ষের পর হোসেন্দী বাজারের শতাধিক দোকানপাট সারাদিন বন্ধ ছিল। এ নিয়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গজারিয়া থানার ওসি মো. আরজু মিয়া জানান, চেয়ারম্যান প্রার্থী আরিফ হোসেন গ্রুপের দায়েরকৃত মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৭ জনের নাম উল্লেখ পূর্বক শতাধিক অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তবে অপর চেয়ারম্যান প্রার্থীর গ্রুপ এখনো কোনো অভিযোগ দাখিল করেনি।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে হোসেন্দী ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় আওয়ামী লীগ দলীয় ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ২৫ জন আহত হয়। এ সময় হোসেন্দী বাজারের অন্তত ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

Leave a Reply