আটরশি পীরের ওরস: বাড়তি চাপে মাওয়ায় তীব্র যানজট

ফরিদপুরে আটরশি পীরের ফাতেহা উপলক্ষ্যে শনিবার সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ফেরি ঘাটে। ফলে বাড়তি যানবাহনের চাপে মাওয়ায় ঢাকা-মাওয়া মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মাওয়া ও কাওড়াকান্দির উভয় ফেরীঘাটে বাস-ট্রাকসহ পাচঁ শতাধিক যানবাহন আটকা পড়েছে।

রোববার ফরিদপুরের আটরশির পীরের ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে সদরপুর মাজার প্রাঙ্গনে। হাজার হাজার ভক্ত এই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে বলে এ যানজটের সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসির ম্যানেজার বাণিজ্য চন্দ্র শেখর বাংলানিউজকে জানান, আশা করি কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বভাবিক হবে।

এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।

তারা অভিযোগ করে বলেন যে মাওয়ার চৌরাস্তা থেকে প্রায় দু’কিলোমিটার এলাকা পায়ে হেটে ফেরিতে উঠতে হচ্ছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

[ad#bottom]

Leave a Reply