ধলেশ্বরী নদী থেকে ২৫ মণ জাটকা আটক

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে শনিবার ভোরে ২৫ মণ জাটকা আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত জাটকাগুলো কাঠপট্টি লঞ্চ ঘাটে প্রকাশ্য নিলামে ৬৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। জানা গেছে, আজ শনিবার ভোরে ধলেশ্বরী নদীতে ঢাকাগামী এমভি সম্রাট-৩ নামে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় লঞ্চের ভেতরে একটি ড্রামভর্তি ওই জাটকাগুলো আটক করা হয়। পরে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগমের কাছে জাটকাগুলো হস্তান্তর করা হয়।

মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগম জানান, দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী লঞ্চে আসা জাটকাগুলো ঢাকার বিভিন্ন বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। গোস্টগার্ড অভিযান চালিয়ে তা আটক করে। আটককৃত জাটকাগুলোর ওজন প্রায় ২৫ মণ। এগুলো সকালে নিলামে বিক্রি করা হয়েছে।

[ad#bottom]

Leave a Reply