মুন্সীগঞ্জের সীমান্তবর্তী পদ্মা ও মেঘনা নদীর মোহনায় জলদস্যুদের হামলায় ১২ জন জেলে আহত হয়েছে। আজ রোববার ভোরে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কামাল নামের এক জেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত বসির, মোহাম্মদ, হারুন, মনা, সুন্দর আলী, কুমারসহ বেশ কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, মুন্সীগঞ্জ সদরের আধারা ও বাংলাবাজর ইউনিয়ন ঘেঁষা পদ্মা ও মেঘনা নদীর মোহনায় রোববার ভোরে একদল জেলে মাছ ধরতে যায়। এ সময় জলদস্যুরা একটি ইঞ্জিনচালিত ট্রলারে এসে জেলেদের উপর অতর্কিত হামলা চালায়।
জেলেরা জানায়, জলদস্যুরা দাবি করা চাঁদা না পেয়ে এ হামলা চালিয়েছে। তাদের হামলার ভয়ে এ অঞ্চলের শতাধিক জেলে ৩ দিন ধরে নদীতে মাছ ধরতে পারছে না। এতে পরিবার পরিজন নিয়ে আর্থিক কষ্টে দিনাতিপাত করায় রোববার ভোরে ১৫/১৬ জন জেলে নদীতে মাছ ধরতে গিয়েছিল। পুলিশ জানায়, এ ঘটনায় দুপুর পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল হয়নি। তারপরেও ঘটনাটি সম্পর্কে খোঁজ-খবর নেয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply