ঘুম থেকে উঠতেই দেখি
রোদেলা এক সকাল,
গিন্নির শুরু চেঁচামেচি
ঘরেতে নেই চাল।
যেতে হবে যে বাজারে
আরো আনবে নুন,
পানের সাথে সুপারি আনবে
কিনতে ভুলোনা চুন।
পান সুপারি হয় যে কেনা
কিনতে পারিনা চাল,
বাড়ি ফিরতে রাস্তায় ভাবি
খেতে হবে আজ গাল।
পুরো মাস কাজ করে
পাই যে ক’টি টাকা,
মাসের কয়েকটি দিন গেলেই
পকেটটি হয় ফাঁকা।
সন্তানদের টিউশন ফি
সাথে বই খাতা,
খেতে হয় হিমসিম
লাগছে যে হাত পাতা।
জিনিস পত্রের বাড়ছে যে দাম
কমছে টাকার মান,
বাংলাদেশকে টিকিয়ে রাখা
শ্রষ্টার অপার দান।
Leave a Reply