মে দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, নাটক ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন হয়। রবিবার সকালে কালেক্টরেট ভবন থেকে শ্রমিকদের অধিকার সম্বলিত নানা ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দের জেলা প্রশাসক মোঃ আজিজুল আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃসাইফুল ইসলাম, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মহসিন মাখন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা শ্রমিক লীগের সভাপতি এটিএম দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনার পরপরই জেলা শিল্পকলা একাডেমী ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মনঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাতে একই মঞ্চে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে নাটক ‘তেভাগা’ মঞ্চস্থ হয় মুন্সীগঞ্জ থিয়েটার সার্কেলের পরিবেশনায়।
বাংলাদেশনিউজ২৪x৭.কম
[ad#bottom]
Leave a Reply