চলচ্চিত্রে অভিনয়ে তাহসান

প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন সংগীত ভুবনের জনপ্রিয় তারকা তাহসান। এতে তার বিপরীতে অভিনয় করছেন চলচ্চিত্রের এ সময়ের সর্বাধিক গ্রহণযোগ্য নায়িকা পূর্ণিমা। চলচ্চিত্রের নাম ‘টু বি কন্টিনিউড’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি পরিচালনা করছেন ইফতেখার আহমেদ ফাহমী। এতে আরও অভিনয় করছেন নিশো, ফাহমীসহ আরও অনেকেই। ছবির গল্প গড়ে উঠেছে প্রণয় সম্পর্ককে কেন্দ্র করে। তাহসান বলেন, আমি ছবিতে অভিনয় করছি। এর বেশি আর কিছু বলতে পারছি না।

[ad#bottom]

Leave a Reply