মুন্সীগঞ্জে ট্রাক চাপায় হাসেম নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেলে শহরের মিরেশ্বর এলাকায়। জানা গেছে, ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী একটি মালবাহী ট্রাক শহরের মিরেশ্বর এলাকা অতিক্রমকালে রিকশাচালক হাসেমকে চাপা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও চালক গুরুতর আহত হয়।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত রিকশাচালক শহরের নয়াগাঁও এলাকার বাসিন্দা। ঘাতক ট্রাকটি পুলিশ চালকসহ আটক করেছে।
Leave a Reply