মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর আলমগীরা ডাকাত বাহিনীর প্রধান ও কুখ্যাত ডাকাত সর্দার আলমগীর হোসেন (৩৪) তিন সহযোগীসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এ সময় লুন্ঠিত ১২ টি মোবাইল ফোনসেট ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের বুধবার ভোরে গজারিয়া থানায় আনা হয়।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতভর নারায়ণগঞ্জের সোনারগাঁও ও বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গজারিয়া থানা পুলিশ ডাকাত বাহিনীর প্রধান আলমগীর হোসেন ও তার অপর ৩ সহযোগীকে গ্রেপ্তারে সক্ষম হন।
আলমগীরের সহযোগী অপর ৩ ডাকাত হচ্ছে গিয়াসউদ্দিন (৩১), মাসুম (৩২) ও সুমন (২৭)। এদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দরে। আর আলমগীরের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার রায়পাড়া গ্রামে।
গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) আরজু মিয়া জানান, গত সোমবার দিবাগত রাতে গজারিয়ার মেঘনা নদীতে এমভি নিয়ামত ও এমভি রিভারভিউ নামের দু’টি কার্গোতে ডাকাতি হয়। এ ঘটনায় থানায় ডাকাত আলমগীর বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেন কার্গো মালিকরা।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
——————————————–
মুন্সিগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
লুন্ঠিত মালামাল উদ্ধার
মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ থেকে : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা ব্রীজের কাছে মেঘনা নদীতে নৌ ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল ও অস্ত্র¿সহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আলমগীর (৩০), মাসুম (৩৫), গিয়াসউদ্দিন গেসু (৩৫) এবং সুমন (২৮)। ডাকাতদের কাছ থেকে রামদা, ছোড়া, জুইত্যা ও বল্ল¬ম উদ্ধার হয়েছে। ডাকাতির সময় সুমন এবং মঙ্গলবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকীদের পাকড়াও করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মিয়া জানান, সোমবার রাতে এক দল ডাকাত মেঘনা ব্রীজের নীচে নোঙ্গর করা বালুর জাহাজে হামলা চালিয়ে ৩ টি মোবাইল সেট, নগদ ৯ হাজার টাকা, জামাকাপড় লুট করে নেয়।
এ সময় সুমন নামের এক ডাকাতকে লোকজন ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ গ্রেফতারকৃত সুমনকে নিয়ে নারায়নগঞ্জের কদমতলি, বন্দর, সোনারগাঁওয়ে ব্যাপক অভিযান চালায়। পরে মঙ্গলবার রাতে নারায়নগঞ্জের বন্দরস্থ মাসুমের বাড়ি থেকে লুন্ঠিত মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার হয়।
বিক্রমপুর সংবাদ
——————————-
Leave a Reply