মুন্সীগঞ্জের লৌহজংয়ে রাব্বি নামে ৭ বছরের ১ শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার মেদিনীমন্ডল গ্রামে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সাহা জানান, উপজেলার মেদিনীমন্ডল গ্রামের মজিবর হাওলাদারের ছেলে শিশু রাব্বী বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আজ বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। তবে কি কারণে শিশুটি আত্মহত্যা করেছে তা শনাক্ত করা যায়নি। তার পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
অপরদিকে স্থানীয়রা এ ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন।
Leave a Reply