মুন্সীগঞ্জের গজারিয়ায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখকদের সঙ্গে কর্মকর্তার বাকবিত-ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে সাব-রেজিস্ট্রার কর্মকর্তা জমির রেজিস্ট্রি কাজ বন্ধ রাখেন। এ ঘটনায় দলিল লেখকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
দলিল লেখকরা জানান, গজারিয়া উপজেলার বাউশিয়া গ্রামের মনির হোসেন নামের এক ব্যক্তি জমি রেজিস্ট্রি করতে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে যান। এ সময় রেজিস্ট্রির সরকারি রেট জমার পাশাপাশি অতিরিক্ত অর্থ দাবি করেন নেছার আলী নামের এক কর্মচারী। এ নিয়ে সমস্যা দেখা দিলে বিষয়টি সাব-রেজিস্ট্রার কর্মকর্তা সাহাদাত হোসেনকে অবগত করে সুরাহা চান দলিল লেখকরা। কিন্তু বিষয়টি সুরাহা না হওয়ায় এক পর্যায়ে দলিল লেখকদের সঙ্গে কর্মকর্তা সাহাদাত হোসেনের বাকবিতণ্ডার ঘটনা ঘটে বলে তারা জানান।
দলিল লেখকরা আরো জানান, বাকবিতণ্ডার পর ক্ষুব্ধ হয়ে কর্মকর্তা সাহাদাত হোসেন রেজিস্ট্রি কাজ বন্ধ রাখায় মনির হোসেন নামের ওই ব্যক্তি তার জমি রেজিস্ট্রি করতে পারেননি।
এ ব্যাপারে কর্মচারী নেছার আলী উৎকোচ চাওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, সরকারি নিয়মানুযায়ী যে টাকা জমা দিতে হয়, তাই দিতে বলা হয়েছিল।
[ad#bottom]
Leave a Reply