ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে যুদ্ধাপরাধী নিজামী-মুজাহিদ গং এবং জাতীয় স্বার্থেই যুদ্ধাপরাধী রাজাকার-আলবদরদের বিচার কাজ শুরু করেছে সরকার। আজ রোববার দুপুরে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে মোল্লাবাড়ি গুচ্ছগ্রাম উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় যেসব যুদ্ধাপরাধী হত্যা-লুণ্ঠনসহ নানা অপকর্মে জড়িত ছিল তাদের বিচার বাংলার মাটিতেই সম্পন্ন হবে। তিনি আরও বলেন, তারেক ও কোকো চারদলীয় জোট ক্ষমতায় থাকার সময় দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল তা আজ দেশবাসীর কাছে প্রকাশ হয়েছে। এক সময় তাদের কিছু ছিল না, এখন তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আজিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আলহাজ মমতাজ বেগম, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ।
শীর্ষ নিউজ
—————————————-
জাতীয় স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচার জরুরী -ভূমি মন্ত্রী
ভূমিমন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা এমপি বলেছেন, জাতীয় স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করা জরুরী। যাতে আর কোন ব্যক্তি জাতির সাথে বেঈমানী করতে না পারে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও যুদ্ধাপরাধীদের বিচার করার কথা উল্লেখ রয়েছে। তাই শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। রোববার দুপুরে সদর উপজেলার মোল্লাবাড়ি গ্রামে মোল্লাবাড়ি গুচ্ছগ্রাম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ভূমি মন্ত্রী বলেন, দেশজুড়ে আধুনিক প্রযুক্তি, উন্নত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, সকলের জন্য চিকিৎসা, বাসস্থান সেবা প্রদান, ভোটের মাধ্যমে ক্ষমতা বদলের কর্মকান্ড বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শীঘ্রই ১০ হাজার ৬ শ’ ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হবে।
জেলা প্রশাসক মো. আজিজুল আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী এমপি, আলহাজ্ব মমতাজ বেগম এমপি, গুচ্ছগ্রাম প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মোঃ হাসান ইমাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব,শেখ লুৎফর রহমান প্রমুখ।
ভূমিমন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সময় যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে অনুরূপ সহযোগিতা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আপনারা অবদান রাখবেন।
এর আগে মন্ত্রী ৫০টি ভূমিহীন পরিবারের আবাসস্থল এই গুচ্ছগ্রামের উদ্বোধন করেন ও প্রতিটি পরিবারের হাতে আনুষ্ঠানিক ভাবে মালিকানা দলিল বুঝিয়ে দেন। প্রায় ৭ একর জমিতে জাপান সরকারের আর্থিক সহায়তায় ৬৪ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পরে মন্ত্রী আশ্রিতদের ঘরগুলো ঘুরে দেখেন।
বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম
————————————————
Leave a Reply