মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও গ্রামের প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে এলাকাবাসী। আজ সোমবার দুপুরে এ দাবিতে তারা জেলা প্রশাসক কার্যালয় ও সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে পৃথক পৃথক মানববন্ধন ও শেষে স্মারকলিপি দেয়।
জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে পঞ্চসার ইউনিয়নে সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদের পৈত্রিক বাড়ি সংলগ্ন প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে নয়াগাঁও পূর্বপাড়া ও নতুনগাঁও গ্রামের নারী-পুরুষ ভোটাররা এই মানববন্ধন করে। পরে সদর উপজেলার ইউএনও শাহানারা ইয়াসমিন লিলির কাছে ৫০ জন ভোটারের স্বাক্ষর সংবলিত স্মারকলিপি পেশ করে।
Leave a Reply