পদ্মা সেতু নির্মাণে
পদ্মা সেতু নির্মাণের জমি অধিগ্রহণে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত্ করছে একটি চক্র। এ কাজে অভিনব কৌশল অবলম্বন করা হচ্ছে। নালজমিকে কাগজে ভিটাবাড়ি দেখিয়ে, অবৈধভাবে নতুন ঘর নির্মাণ করে, একজনের বাড়িতে অন্যরা স্থাপনা তৈরি করে এ টাকা লোপাট করা হয়। বিবদমান অনেক জমির মামলা নিষ্পত্তি না করেও ক্ষমতাবান ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়ার মতো চাঞ্চল্যকর ঘটনাও ঘটেছে। এসব দুর্নীতি ও অনিয়মের ফলে জমি অধিগ্রহণ ব্যয় বেড়ে যাচ্ছে। এ কাজে সহযোগিতা করেছেন স্থানীয় প্রশাসনের অসাধু কর্মকর্তারা। এমনকি তারা প্রকৃত মালিকদের কাছ থেকে শতকরা ১০-১৫ ভাগ টাকা আগাম ঘুষ হিসেবে নিয়েছেন। স্থানীয় প্রভাবশালী একটি চক্রের মধ্যস্থতায় এসব কাজ হয়েছে বলে অনেক অভিযোগ পাওয়া গেছে। এসব কাজের বিরোধিতা করে গত ১ জানুয়ারি ওই এলাকার বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভও করেছিল। তারপরও থেমে নেই অনিয়ম ও দুর্নীতি। আমাদের মাদারীপুর জেলা প্রতিনিধি এসএম রাসেল, শিবচর প্রতিনিধি শেখ সাখাওয়াত হোসেন ও লৌহজং প্রতিনিধি আবু নাসের খান লিমনকে সঙ্গে নিয়ে সরেজমিন তদন্তে দুর্নীতি ও জালিয়াতির এসব তথ্য পাওয়া গেছে। তবে ক্ষমতাসীনদের ভয় এবং আর্থিকভাবে লাভবান হওয়ায় এ বিষয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দুর্নীতি বা জালিয়াতি যে মাধ্যমে হোক না কেন, তাদের এলাকার মানুষ বেশি টাকা হাতিয়ে নিচ্ছে। এটাই লাভ। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ না হওয়াই ভালো। এছাড়া পদ্মা সেতু নির্মাণ হওয়াতে তারা বেজায় খুশি। এতে কিছু ব্যক্তি ও পরিবার ক্ষতিগ্রস্ত হলেও ওই এলাকায় শিল্প-কারখানা গড়ে উঠবে, জমির দাম বাড়বে, এলাকার উন্নয়ন হবে—এ আশায় তারা সবকিছু মেনে নিচ্ছে।
সেতু বিভাগ ও পদ্মা বহুমুখী প্রকল্পের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তারা জানান, পদ্মা সেতুর জমি অধিগ্রহণ নিয়ে প্রথম থেকে কয়েক দফায় প্রস্তাব করা হয়। সেতুর ম্যাপ একাধিকবার পরিবর্তন হওয়াতে জমি অধিগ্রহণ এলাকা ও পরিমাণ একাধিকবার পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সেতু বিভাগ ৩ হাজার ১৮৮ দশমিক ৮১ একর জমি (১০০ শতাংশে এক একর) অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়। পরে জমি অধিগ্রহণ থেকে ৪৬৮ দশমিক ২৬ একর বাদ দিয়ে ২ হাজার ৭২০ দশমিক ৭৩ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১ হাজার ৪৭ একর জমির দখল বুঝে পেয়েছে সেতু ও প্রকল্প কর্তৃপক্ষ। চলতি মাসে আরও জমি অধিগ্রহণ করা হবে। সিসিডিবি’র শিবচর শাখার কর্মকর্তারা জানান, মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ৭২ দশমিক ১২ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৬৬ দশমিক ১৮ হেক্টর জমির ক্ষতিপূরণ পরিশোধ করা হয়েছে। জমির মূল্য হিসেবে জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের ১৮ কোটি ৯ লাখ ৯১ হাজার ৭৩১ টাকা এবং সেতু বিভাগ থেকে সম্পদের বদলি মূল্য হিসেবে ২৮ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৯৭৭ টাকা পরিশোধ করা হয়েছে। বাকিটা প্রক্রিয়াধীন।
জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত্ : প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সরকার ভূমি অধিগ্রহণের (৩ ধারা) নোটিশ জারির পর সংশ্লিষ্ট এলাকায় নতুন কোনো বসতবাড়ি বা স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ। নোটিশ জারির সময় জমির যে অবস্থা ছিল, তা বিবেচনায় এনে ক্ষতিপূরণ দেয়ার বিধান রয়েছে। নতুন স্থাপনার কোনো ক্ষতিপূরণ দেয়ার বিধান নেই। পদ্মা সেতুর জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য সেতু বিভাগ স্থানীয় ভূমি অফিসে যে মূল্যে জমি রেজিস্ট্রেশন হয়, তার গড় এবং জমির বদলি মূল্য এক করে ১২ ক্যাটাগরিতে ক্ষতিপূরণ মূল্য নির্ধারণ করেছে। ক্যাটাগরিগুলো হচ্ছে : ভিটা, বাড়ি, ভিটা/বাড়ি, নাল, চালা, ডোবা, বাগান, গর্ত, পুকুর, নদী ও পানি। প্রতি ক্যাটাগরিতে প্রতি শতাংশের দাম নির্ধারণ করা হয়েছে। এসব ক্যাটাগরির মধ্যে নালজমির তুলনায় ভিটা/বাড়ির ক্ষতিপূরণ বেশি। উদাহরণস্বরূপ শ্রীনগর উপজেলার হাতরপাড়া মৌজার নালজমি প্রতি শতক ৬০ হাজার ৮২৪ টাকা। একই মৌজার ভিটার ক্ষতিপূরণ ১ লাখ ৬ হাজার ৩৮৮ টাকা। একইভাবে সব মৌজায় ভিটার ক্ষতিপূরণ বেশি। সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সরকার অধিগ্রহণ নোটিশ জারির পরই বেশি টাকা পাওয়ার আশায় লৌহজং উপজেলার অনন্তসার, দক্ষিণ মেদিনীমণ্ডল, জসলদিয়া, কান্দিপাড়া, মাওয়া, উত্তর কুমারভোগ ও উত্তর মেদিনীমণ্ডল, শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা, দোগাছি ও হাতরপাড়া, শিবচর উপজেলার বাঘিয়া, বাখরেরকান্দি, বড় কেশবপুর, ভাসালদি, চরচন্দ্রা, চররঘুনাথপুর, ছোট কেশবপুর, দক্ষিণ চরজানাজাত, কাঠালবাড়ী, করালি, কুতুবপুর ও পাঁচ্চর, জাজিরা উপজেলার দিয়ারা নাওডোবা, নাওডোবা, পাইনপাড়া ও পশ্চিম নাওডোবা মৌজায় অসংখ্য নতুন ঘরবাড়িসহ বিভিন্ন ধরনের খামার গড়ে উঠেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করে এসব স্থাপনা অধিগ্রহণ নোটিশ জারির আগেই নির্মাণ হয়েছে—এমন উল্লেখ করে তারা বেশি পরিমাণ ক্ষতিপূরণ নিচ্ছে। এক্ষেত্রে আগে তোলা স্যাটেলাইট ছবি ও ভিডিওচিত্রের সঙ্গে মিল আছে কিনা, তা চেক করা হয় না। জানা গেছে, মাদবরচর ইউনিয়নের বাসিন্দা মো. খোকন শিকদার চররঘুনাথপুর মৌজায় নিজ জমিতে কয়েকটি আধাপাকা ঘর তুলে অর্ধকোটি টাকা পেয়েছেন। একই এলাকার মো. শাহিন মুন্সী নালজমিতে ঘর নির্মাণ করে তার ক্ষতিপূরণ নিয়েছেন। এছাড়াও মো. হাই মিয়া, মো. তারা চোকদার, মো. জয়নাল চোকদারসহ আরও কয়েকজন একইভাবে টাকা তুলেছেন বলে জানা গেছে। জেলা প্রশাসনের ভূমি অফিস ও সিসিডিবি’র শিবচর আঞ্চলিক অফিসে গিয়ে তাদের নথিপত্র দেখতে চাওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা অপারগতা প্রকাশ করেন। তাদের মতে, কারও ব্যক্তিগত তথ্য দেয়া যাবে না। একইভাবে মুন্সীগঞ্জের লৌহজং ও শরীয়তপুরের জাজিরা উপজেলায় টাকা লুটে নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। শিবচর উপজেলার পাঁচ্চর মৌজাভুক্ত নাইমা ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে, অধিগ্রহণ করা হবে—এমন জমিতে অপরিকল্পিতভাবে ঘরবাড়ি তোলা হয়েছে। কাঁচা, আধাপাকা ও পাকা এসব ঘরে কখনও মানুষ বসবাস করেনি তা স্পষ্ট বোঝা যায়। সেখানে জনবসতির পরিবেশ ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধাদিও নেই।
ঘুষবাণিজ্য : ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ, জমি ও স্থাপনার মালিকরা ন্যায্য ক্ষতিপূরণ পেতে জেলা প্রশাসনের ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শতকরা ১০-১৫ ভাগ টাকা ঘুষ হিসেবে দিতে হয়েছে। যারা ঘুষ দেননি, তাদেরকে হয়রানি করা হয়েছে। অনেকে প্রকৃত দাম থেকে বঞ্চিত হয়েছেন। আবার অনেকে ঘুষ দিয়ে জমির বর্তমান অবস্থা পরিবর্তন করে বেশি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। আট ফুটের ১৮ পিস টিন দিয়ে নির্মিত ঘরের ক্ষতিপূরণ দেয়া হয়েছে ২ লাখ টাকা। পাঁচ্চরের চররঘুনাথপুরের আবদুল হক চোকদারের স্ত্রী শেফালি বেগম জানান, চাহিদামত ঘুষ না দেয়ায় ৮টি ঘরের ক্ষতিপূরণ পেয়েছি ৪ লাখ ৭০ হাজার টাকা। অপরদিকে পড়শি বাবু মৃধা দুটি ঘরের জন্য পেয়েছেন ৯ লাখ টাকা। তিনি শতকরা ১০ ভাগ টাকা ঘুষ দিয়েছেন বলে স্বীকার করেছেন। একই এলাকার দাদন মোল্লা বলেন, আমার ঘরের ক্ষতিপূরণ ১ লাখ ২০ হাজার টাকা তোলার জন্য ভূমি অফিসের কর্মকর্তারা ২০ হাজার টাকা ঘুষ চেয়েছেন। চররঘুনাথপুরের কামাল মাদবর বলেন, গাছ ও ঘর বাবদ আমাকে ১ লাখ ২০ হাজার টাকা দেবে বলে নোটিশ দিয়েছে। কিন্তু টাকা আনতে গেলে জমিতে ভেজাল আছে জানিয়ে অর্ধেক টাকা তাদের কাছে জমা দিতে বলেছে।
নতুন স্থাপনা উঠছেই : আরও যেসব জমি অধিগ্রহণ হবে, সেসব জায়গায় নতুন বাড়ি ও স্থাপনা নির্মাণ চলছেই। সরেজমিনে দেখা গেছে, উপজেলার মাদবরচর ইউনিয়নের দক্ষিণ চরজানাজাত মৌজায় মো. সুলতান মৌলভী দুটি ও ঢাকায় বসবাসকারী মো. শাহ আলম একটি, মো. শাহ আলম মাদবর একটি, মাদবরচর খাড়াকান্দির আবদুল করিম হাওলাদারের ছেলে নুরুল হক হাওলাদার নিজের ফসলি জমিতে একটি, মাদবরচর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মতি হাওলাদার নিজের গ্রামের বাড়ি খাড়াকান্দি থেকে ঘর ভেঙে এনে অন্যের জায়গায় ঘর তুলেছেন। এছাড়াও আইয়ুব আলী হাওলাদার দক্ষিণ চরজানাজাত মৌজায় দুটি, পোদ্দারচর গ্রামের আলাউদ্দিন শিকদার একটি, দক্ষিণ চরজানাজাত মৌজায় বসবাসকারী সেলিম হাওলাদার নিজের নালজমিতে একটি, মাদবরচর খাড়াকান্দির চান মিয়া হাওলাদার দুটি ও মো. হাবিব বেপারী একটি নতুন ঘর তুলেছেন। তাদের সবাই এসব স্থাপনার ক্ষতিপূরণ চাইবেন বলে জানিয়েছেন।
প্রশাসনের বক্তব্য : এ প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, দুর্নীতি ও জালিয়াতির বিষয়ে আমার কোনো ধারণা নেই। এ সংক্রান্ত কোনো অভিযোগ বা তথ্য আমি পাইনি। তবে এ ধরনের প্রকল্প গ্রহণ করা হলে বাইরে থেকে কিছু লোক এসে সুযোগ নিতে চায়। তাদেরকে সে সুযোগ নিতে দেয়া হবে না। কেউ যদি তথ্য গোপন, দুর্নীতি ও জালিয়াতি করে বেশি টাকা নেয়, তাহলে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তা আদায় করার পদক্ষেপ নেয়া হবে। ঘুষ ছাড়া ক্ষতিগ্রস্তরা টাকা পাচ্ছেন না—এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জমির মালিককে নগদ টাকা না দিয়ে চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। সেক্ষেত্রে কেউ যদি ক্ষতিগ্রস্ত পরিবার থেকে টাকা নেয়, তা আমরা বের করতে পারি না। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক রফিকুল ইসলামের কার্যালয়ে গিয়ে দেখা করতে চাইলে তিনি রাজি হননি।
অধিগ্রহণ এলাকায় অনেক নতুন স্থাপনা উঠেছে জানিয়ে মাদারীপুর জেলা প্রশাসক শশী কুমার সিংহ বলেন, নতুন ঘরের ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা। ১০১টি ঘরের ক্ষতিপূরণ দেয়া যায় কিনা, তা বিবেচনার জন্য সেতু বিভাগ চিঠিও দিয়েছে। জবাবে আমরা জানিয়েছি ক্ষতিপূূরণ দেয়া যাবে না।
বিডি রিপোর্ট 24 ডটকম
[ad#bottom]
Leave a Reply