শিক্ষার অগ্রযাত্রা ও দেশের অগ্রগতি এক সূত্রে গাঁথা: শামসুল ইসলাম

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম বলেছেন, শিক্ষার অগ্রযাত্রা ও দেশের অগ্রগতি এক সূত্রে গাঁথা। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবকদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হয়। আজ শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্মরনিকার মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, ইতিহাসের পাতায় বিক্রমপুর পরগনার যেমন বিখ্যাত, তেমনি রামপালের এনবিএম স্কুলের সুনাম অক্ষুন্ন রাখতে হবে। একজন শিক্ষার্থীই পারে স্কুল ও দেশের সুনাম বাড়াতে। পরে তিনি ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের স্মরণিকার মোড়ক উন্মোচন শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- রামপাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ বোরহান উদ্দিন, রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তি, মো. হোসেন রেনু, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন খান, সদস্য সচিব দেওয়ান মো. মাহফুজুর রহমান ফরহাদ প্রমুখ।

প্রসঙ্গত, আজ সকালে বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের প্রথম পর্বে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

[ad#bottom]

Leave a Reply