গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৩৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩৫ যাত্রী আহত হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকাগামী দাউদকান্দি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বালুয়াকান্দি নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থান করা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে বাসে থাকা ৩৫ যাত্রী আহত হয়। দুর্ঘটনা কবলিত বাসটি সড়কের মাঝে পড়ে থাকলে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

Leave a Reply