মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরিতে আগুনের ঘটনায় ১৮ মে তদন্ত প্রতিবেদন দাখিল

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের পদ্মা নদীর হাজরা পয়েন্টে রো রো ফেরি শাহমাখদুমে অগ্নিকাণ্ডের ঘটনায় আগামী ১৮ মে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। বিআইডব্লিউটিসির নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি এ তথ্য জনিয়েছে।

গতকাল রোববার সরজমিনে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের প্রথম দিনের কর্মকা- শেষে সাংবাদিকদের উপরোক্ত তথ্য জানান বিআইডব্লিউটিসির পরিচালকের (প্রশাসন) নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। এর আগে তারা দিনভর অগ্নিকাণ্ডে স্থলে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। তবে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি তদন্ত কমিটি বলেও জানান তারা।

মাওয়ায় ভাসমান ডকইয়ার্ডে রোববার সকাল থেকে ক্ষতিগ্রস্ত ফেরি শাহমাখদুমের মেরামত কাজ শুরু হয়েছে। আগুনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম নষ্ট হয়ে যায়। শুক্রবার রাতে অগ্নিকাণ্ডেের ঘটনায় শনিবার গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ৪ দিনের সময় বেঁধে দেন কর্তৃপক্ষ। এ সময় অনুযায়ী আগামী ১৮ মে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তবে এর মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে আরও কয়েকদিনের সময় বাড়ানোর আবেদন করতে পারবেন কমিটি।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে যাত্রীবাহী বাসসহ ১৯টি যানবাহন ও অর্ধ সহস্রাধিক যাত্রী নিয়ে মাওয়া থেকে কাওড়াকান্দি যাওয়ার পথে পদ্মানদীর হাজরা পয়েন্টে ঝড়ের কবলে পড়ে রো রো ফেরি শাহমাখদুম। এক পর্যায় ফেরিতে আগুন ধরে যায়।

Leave a Reply