শ্রীনগরে চেয়ারম্যান পদে ৩ জোড়া ভাইয়ের লড়াই

মুন্সীগঞ্জের শ্রীনগরের রাঢীখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন পরিবারে ২ জন করে ভাই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। আজ রোববার যাচাই বাছাইয়ে প্রত্যেকটি পরিবারের ২ ভাইয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢীখাল ইউনিয়নের আপন ভাই দক্ষিণ রাঢীখাল গ্রামের মো. হারুনুর রশীদ ও আবুল কালাম আজাদ, বালাসুর গ্রামের আবুল হাসেম মোল্লা ও বাবুল আখাতার এবং উত্তর রাঢীখাল গ্রামের আইয়ুব আলী বেপারী ও আবুল কালাম বেপারী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। গত ১২ মে তারা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। আজ রোববার যাচাই বাছাইয়ে প্রত্যেকেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্থানীয়দের ধারণা, বাছাইকালে এক ভাইয়ের মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে অপর ভাই যাতে নির্বাচন করতে পারেন এমন কৌশলের কারণে ৩ পরিবার থেকে ৬ সহোদর চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

Leave a Reply