নামটা আমার টোকাই – রাহমান মনি

তুচ্ছ করে বলে সবাই
নামটা আমার টোকাই,
কাগজ কুড়াই তবু আমি
বিদ্যাপিঠে পাই যে ঠাঁই।
ফুট ফরমায়েস খাটি আমি
আবাসিক সব ছাত্রের,
পিকেটিং এ দরকার হয়,
আমার মত পাত্রের।
জ্বালাও পোড়াও আন্দোলনে
আমিই তাদের অস্ত্র,
কার্যসিদ্ধি হয়ে গেলে
নেয় খুলে নেয় বস্ত্র।
জনে জনে করে আমায়
হরেক রকম ব্যবহার,
নিজের কথা জানিনা তো
আসলেই আমি কার?
আমায় নিয়ে পত্রিকায় হয়
হরেক রকম লেখা,
আমায় যারা টোকাই বানায়
সাজেন তারা ন্যাকা।
আসল নামটা গেছি ভুলে
টোকাই নামের ভীড়ে,
(পথকলি) আছড়ে পড়ে
জীবন নদীর তীরে।
টোকাই নামে স্থায়ী হয়ে
কাড়ি সবার দৃষ্টি
শ্রষ্টা আমার রনবী, -তার
অতুলনীয় সৃষ্টি।।

Leave a Reply