বহুল প্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণে জাপান সরকারের প্রতিশ্রুত ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ডলারের ঋণ চুক্তি আগামীকাল স্বাক্ষরিত হবে। আগামীকাল দুপুর আড়াইটায় শেরে বাংলা নগরের এনইসি মিলনায়তনে দু’দেশের উর্ধ্বতন কর্মকর্তারা এ ঋণ চুক্তিতে স্বাক্ষর করবেন।
আজ মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, জাপান সরকারের পক্ষে জাইকার প্রতিনিধি দলের প্রধান এবং বাংলদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব চুক্তিতে স্বাক্ষর করবেন।
উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সাথে ১২শ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি গত মাসে স্বাক্ষরিত হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল পদ্মা সেতুসহ জাপান সরকারের সাথে মোট ৬৪ কোটি ২০ লাখ (৬৪২ মিলিয়ন) ডলার ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হবে। ৩২তম ইয়েন লোন প্যাকেজের আওতায় তিনটি প্রকল্পে ঋণ সহায়তা দেয়ার জন্য চুক্তি হবে। এরমধ্যে পদ্মা বহুমুখী সেতুও রয়েছে।
আরো জানা গেছে, এ চুক্তির আওতায় ৬৪ কোটি ২০ লাখ ডলারের মধ্যে পদ্মা সেতু ছাড়া খুলনা ওয়াসার জন্য ১৬ কোটি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) এবং অন্যান্য ৮ কোটি ২০ লাখ ডলার ঋণ সহায়তা দেবে জাপান সরকার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, জাপানের রাষ্ট্রদূত, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।
এর আগে ৩১তম ইয়েন লোন প্যাকেজের আওতায় ৪২ কোটি ৪০ লাখ ডলার ঋণ সহায়তা দিয়েছিল জাপান সরকার।
Leave a Reply