মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। সোমবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। আহতদের মধ্যে শাকিল ও আমজাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, রাত ৮টার দিকে জেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর গ্রামের দুই গ্রুপের আওয়ামী লীগ নেতাকর্মীরা কংসপুরা গ্রামে যায়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৮ জন আহত হয়েছে। এ ঘটনার পর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফরহাদ খানের কর্মীরা চরডুমুরিয়া এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে বলে জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী রিপন পাটোয়ারী।
স্থানীয় গ্রামবাসী জানায়, ইউপি নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে মোল্লাকান্দি ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধ চলছিলো। এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে তা দলীয় বিষয় নয় বলে তিনি দাবি করেন।
Leave a Reply