ফখরুদ্দীন-মইনের কাছে দ্বিতীয় চিঠি পৌঁছেছে

কাল নির্যাতিত ছাত্রদের বক্তব্য নেবে সংসদীয় উপকমিটি
শামছুদ্দীন আহমেদ: শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপ-কমিটির পাঠানো দ্বিতীয় চিঠি পৌঁছেছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের কাছে। চিঠিতে ২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠের ঘটনাকে কেন্দ করে ছাত্র-শিক্ষক-সেনা সদস্যের মধ্যে সৃষ্ট সহিংসতার ঘটনা সম্পর্কে বক্তব্য দেয়ার জন্য আগামী ৫ জুন অনুষ্ঠেয় উপ-কমিটির বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছে দু’জনকে। উপ-কমিটি গত ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় এই চিঠি পাঠায়।

উপ-কমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন আমাদের সময়কে জানান, তিনি জেনেছেন ড. ফখরুদ্দীন আহমেদের কাছে দ্বিতীয় দফায় পাঠানো চিঠিটি পৌঁছানো হয়েছে। মইন উ আহমেদের কাছেও চিঠি গেছে বলে শুনলেও বিষয়টি তিনি এখনও নিশ্চিত হতে পারেননি। তবে প্রথম দফায় পাঠানো চিঠির জবাবে দু’জনই ফিরতি চিঠি পাঠালেও এবার এখন পর্যন্ত সেরকম কিছু পায়নি উপ-কমিটি।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় উপ-কমিটির বৈঠকে ২০০৭ সালের ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর নির্যাতিত শিক্ষার্থীদের বক্তব্য শোনা হবে। এরইমধ্যে উপ-কমিটি তাদের আমন্ত্রণ জানিয়েছে। ওই ঘটনার সময়কার ডিজিএফআই’র প্রধান এবং র‌্যাব-৫ (রাজশাহী অঞ্চলের) তৎকালীন অধিনায়নকেও ৫ জুনের বৈঠকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত উপ-কমিটির বৈঠকে ফখরুদ্দীন-মইনকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হলেও না এসে দু’জনই চিঠি দেন। তবে ১৮ এপ্রিলের বৈঠকে চিঠি দুটি আমলে না নিয়ে ৫ জুনের বৈঠকে তাদের আবারও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়।

Leave a Reply