একসঙ্গে গুরু-শিষ্য

এক অনুষ্ঠানে গান করছিলেন আরফিন রুমি। সেই অনুষ্ঠানে ফেরদৌস ওয়াহিদও গেয়েছিলেন। গান শুনে রুমির গলা ভালো লেগে যায় তাঁর। নবীন এই গায়ককে একটা সুযোগ করে দেওয়ার জন্য নিয়ে গেলেন পুত্র হাবিব ওয়াহিদের কাছে। সেই থেকে দারুণ এক সম্পর্ক গড়ে ওঠে দুই গুরু-শিষ্য হাবিব ওয়াহিদ ও আরফিন রুমির মধ্যে।
হাবিবের সংগীতায়োজনে একটি বিজ্ঞাপনের জিঙ্গেল দিয়ে গায়ক আরফিন রুমির পথ চলা শুরু। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। গুরু হাবিবের মতো রুমিও এখন গায়ক-সুরকার-সংগীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত। তবে এখনো নতুন নতুন বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার জন্য রুমিকে তলব করেন হাবিব। রুমিও গুরুর ডাকে সাড়া দেন সঙ্গে সঙ্গে। গুরু-শিষ্যের এই যাত্রায় এবার যোগ হয়েছে নতুন পালক। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ চলচ্চিত্রের সব গানের সুর ও সংগীত করেছেন হাবিব। সম্প্রতি একই চলচ্চিত্রের আবহ সংগীত করলেন রুমি। এবারই প্রথম একসঙ্গে একই চলচ্চিত্রে কাজ করলেন তাঁরা। অন্যদিকে, এর মধ্য দিয়েই চলচ্চিত্রের আবহ সংগীত তৈরিতে অভিষেক হলো রুমির। কাজটা দুজনই উপভোগ করছেন দারুণভাবে। রুমি বললেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে একই চলচ্চিত্রের কাজ করছি। এটা আমার সংগীত জীবনের অন্যতম ঘটনা। আমার এটুকু আসার পেছনে তাঁর অনেক অবদান।’

Leave a Reply