নির্বাচন আচরনবিধি ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

সাকিল হাসান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১১ উপলক্ষ্যে, নির্বাচন আচরনবিধি ও আইন শৃংখলা বিষয়ক ও মতবিনিময় সভা আজ শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, মোঃ আজিজুল আলম, জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন, মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ। উপজেলা নির্বাহী অফিসার, মোঃ দাউদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, ক্যাম্প কমান্ডার লুৎফর রহমান র‌্যাব-১১ মুন্সীগঞ্জ, মোঃ সাইফুল ইসলাম এসপি সার্কেল শ্রীনগর, উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান, মাহবুবুর রহমান অফিসার ইন চার্জ সিরাজদিখান থানা, সিরাজদিখান উপজেলার ১০ টি ইউনিয়নের নির্বাচনের রিটানিং অফিসারবৃন্দ সহ উপজেলার ১০ টি ইউনিয়নের ৬০৩ জন চেয়ারম্যান, মহিলা সদস্য ও সাধারন সদস্য প্রার্থীগন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, নির্বাচন বাংলাদেশে অনেক হয়েছে, আপনারা জানেন সামপ্রতিক সময়ের নির্বাচন অনেক সুষ্ঠ, অবাধ এবং নিরপেক্ষ হয়েছে। আচরনবিধি পরিস্কার এবং স্বচ্ছ, আচরনবিধি লঙ্ঘনের প্রমান পেলে, ভ্রাম্যমান আদালত নির্ধারিত সাজা দিয়ে জেলখানায় পাঠাবে। বিশেষ অতিথি বক্তব্যে বলেন, আমরা আশাকরি মুন্সীগঞ্জে শতভাগ সুষ্ঠ নির্বাচন হবে। ভোটারদের প্রতি প্রার্থীগন কোন প্রকার অজুহাত ও প্রতিশ্রুতি দিতে পারবেন না। মসজিদ মন্দির সহ কোন প্রতিষ্ঠানে টাকা, চাউল ,গম, টিন নির্বাচনের আগে দেওয়া বা পরে দেওয়ার আশ্বাস, এ গুলো চলবে না। নির্বাচনের ২ দিন আগে হতে কোন আত্মীয় স্বজন বাড়িতে আসতে পারবে না। এমন কি জামাই শ্বশুর বাড়ি আসতে পারবে না শ্বশুর জামাই বাড়ি যেতে পারবে না। নির্বাচনের সময় যদি এমন কেউ আসে থাহলে পুলিশ ভাববে কোন সন্ত্রাসী এনে রেখেছে। তাই নির্বাচনের ঐ ২ দিন আত্নিয় স্বজন আসার কথা থাকলে নিশেধ করে দিবেন। সর্বোপরি নির্বাচনের আচরনবিধি লঙ্ঘন করা যাবে না। অন্যান্য বক্তাগন আচরনবিধি নিয়ে উপস্থিত প্রার্থীদের অবগত করেন এবং আরও জানান আগামী ৩১ মে সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ১০ টি ইউনিয়নের নির্বাচন হবে বাকি ৪ টি ৪ জুন শ্রীনগর উপজেলার ইউনিয়নের সাথে হবে। সবশেষে সভাপতি প্রার্থীদের সাথে উন্মুক্ত আলোচনা করে সভা সমাপ্ত ঘোষনা করেন।

বিডি রিপোর্ট ২৪

Leave a Reply