আড়িয়ল বিল নিয়ে ফের আলোচনা মুন্সীগঞ্জে

রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে ফের আলোচনার ঝড় মুন্সীগঞ্জে। জেলা শহরসহ শ্রীনগর উপজেলার সর্বত্রই তোলপাড় চলছে মানবজমিনে প্রকাশিত এ সংক্রান্ত রিপোর্ট নিয়ে। স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেছেন, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ করার পরিকল্পনার আপাতত সরকারের নেই। এখানকার জনগণ চাইলে এখানে বিমানবন্দর হবে, অন্যথায় না। তিনি বলেন, প্রধানমন্ত্রীও বলেছেন, আড়িয়ল বিল এলাকার জনগণ না চাইলে এখানে বিমানবন্দর হবে না। বিলের জমি মাপার জন্য কোন সার্ভেয়ার যাচ্ছে না।

জমি জরিপের জন্য কোন হেলিকপ্টার ঘুরে না আড়িয়ল বিলের ওপর দিয়ে। বিএনপিসহ স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় উদ্দেশ্যমূলকভাবে এ তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এছাড়াও এ মহলটি সামনের ইউপি নির্বাচনে মিস গাইড করে ইউপি নির্বাচনে ভোটারদের মাঝে প্রভাব ফেলছে। বাড়ৈইখালী ইউপি চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন মাস্টার বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী সেলিম তালুকদারসহ বাবলু রহমান, বজলুর রহমান, ইমান আলী বাড়ৈইখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পত্রিকা ও ফটোকপি বিলি করছেন। এতে ভোটারদের কাছে আমি বিপদে পড়ে গেছি। কারণ এ এলাকার জনগণ আড়িয়ল বিলে বিমানবন্দর চায় না। আর এই প্রচারণাটিই চালিয়ে প্রতিপক্ষ আমার সমর্থন কমানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শ্রীনগর থানা ছাত্রলীগের সভাপতি বলেন, প্রতিপক্ষ বিএনপির কিছু ব্যক্তি এই সংবাদকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়াচ্ছে। আড়িয়ল বিলের বাড়ৈইখালী, ষোলঘর, হাসাড়া, শ্রীনগর, শ্যাসিদ্বি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এখনও চলছে পত্রিকা ও ফটোকপি বিতরণ। গাদিরহাট গ্রামের মো. সালাউদ্দিন বলেন, মানুষের মাঝে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে শ্রীনগর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, একজন সাংবাদিক জনগণের পক্ষে সংবাদ প্রকাশ করেন, আর এ সংবাদ যদি কারও বিপক্ষে যায় তাহলে তাদের গা-জ্বালা দিবে- এটাই স্বাভাবিক।

Leave a Reply