হাবিবের আহ্বান

ইতিমধ্যে দর্শক-শ্রোতার কানে পৌঁছে গেছে হাবিবের ‘আহ্বান’ অ্যালবামের গান। নিজের স্টুডিওতে তিনি মুখোমুখি হলেন আনন্দের। ‘আহ্বান অ্যালবামের প্রচ্ছদের ডিজাইনটা খুব পরিচিত মনে হচ্ছে।’ ‘কোনটার মতো?’ ‘জর্জ মাইকেলের ওল্ডার অ্যালবামের প্রচ্ছদের সঙ্গে বেশ মিলে গেছে।’

‘ঠিক বলেছেন। কভারের ভাবনাটা ওখান থেকেই নিয়েছি। আমি কিন্তু জর্জ মাইকেলের বিশাল ভক্ত। যখন লন্ডনে ছিলাম, তখন ভারতীয় একটা খাবারের দোকানে (এশিয়া স্পাইস) প্রতি উইকএন্ডে গান করতাম। ওটা লন্ডন থেকে একটু বাইরে, জায়গাটার নাম ব্যাজিল্ডন। ওখানে জর্জ মাইকেলের গানই বেশি করতাম। কারণ, সবাই আমার কণ্ঠে জর্জ মাইকেলের গান বেশি পছন্দ করত। জর্জ মাইকেলেরওল্ডার অ্যালবামের কভারটা দেখে খুব পছন্দ হয়েছিল। ভেবেছিলাম, ভবিষ্যতে এর ধারে-কাছে কিছু একটা করব। বলতে পারেন, ওটা দেখে অনুপ্রাণিত হয়েছি।’

হাবিব ওয়াহিদের সঙ্গে নতুন অ্যালবাম আহ্বান নিয়ে কথা হচ্ছিল। নিজের স্টুডিওর সংস্কারকাজ নিয়ে এখন তিনি খুব ব্যস্ত। এরই ফাঁকে গত ১৯ মে ধানমন্ডিতে তাঁর বাসায় একটু সময় পাওয়া গেল।
আহ্বান (২০১১) হাবিবের তৃতীয় একক অ্যালবাম। প্রথমটি শোনো (২০০৬) আর দ্বিতীয়টি বলছি তোমায় (২০০৮)।

শুরুতে নতুন অ্যালবামের নাম ছিল তুমি যে আমার ঠিকানা। এই অ্যালবামের ব্যাপারে মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের সঙ্গে হাবিবের চুক্তি হয় গত বছরের নভেম্বর মাসে। তখন অ্যালবামটি প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয় পয়লা বৈশাখ ১৪১৮। আর শুরুতে মাস খানেক গানগুলো শ্রোতারা শুনতে পাবেন শুধু বাংলালিংকের মিউজিক স্টেশনে।

হাবিব বললেন, ‘আমার অ্যালবাম তৈরির জন্য এটা খুব অল্প সময়। কারণ, তখন পর্যন্ত কোনো গানই একেবারে চূড়ান্ত ছিল না। কয়েকটি গানের সুর অনেক আগেই তৈরি করেছিলাম। এমনি আরও অনেক সুর করা আছে; এগুলো নিয়ে সামনের অ্যালবামগুলোতে কাজ করব। পুরো কাজটা করতে একটু তাড়াহুড়োই হয়েছে।’

মার্চের শেষ দিকে প্রবাসী এক বন্ধুর (মিঠু) সঙ্গে হাবিব বেড়াতে যান চট্টগ্রামে। সঙ্গে ছিল একটা ল্যাপটপ কম্পিউটার আর দুই অক্টেভের ছোট কিবোর্ড। বাংলালিংকের হাতে পূর্ণাঙ্গ অ্যালবামটি জমা দিতে আরও পাঁচ দিন বাকি। হোটেলের রুমে বসে দুই বন্ধু মিলে গান নিয়ে আলোচনা করছিলেন। মিঠু পারকাসন বাজায়, পাশাপাশি রিদমিস্ট। হঠাৎ তাঁদের মাথায় এল, ‘ভাংরা’ ধারার সুর তৈরি করলে মন্দ হয় না। হাবিব জানালেন, মাত্র তিন ঘণ্টায় পুরো একটি গানের সুর তাঁরা তৈরি করলেন। ঢাকায় ফিরে সেই সুরের ওপর কথা লেখার দায়িত্ব দিলেন সাকি আহমদকে। দ্রুত তৈরি হলো ‘আহ্বান’ গানটি। সিদ্ধান্ত হলো, অ্যালবামের শুরুতেই থাকবে গানটি। অ্যালবামের নামও পাল্টে গেল, হলো আহ্বান।

ভাবনাটা নতুন হলেও শ্রোতারা নাকি তা বেশ ভালোভাবেই নিয়েছে। হাবিব জানালেন, ২৯ এপ্রিল মিউজিক স্টেশনে প্রকাশের পর প্রথম কয়েক দিনে প্রায় ১০ লাখ শ্রোতা গানগুলো শুনেছে। এই হিসাবটা তিনি জেনেছেন বাংলালিংকের কাছ থেকে। আগামী ১ জুন থেকে অ্যালবামটি পাওয়া যাবে অডিও সিডি আকারে।

হাবিব এবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ পেয়েছেন। আলাপের ফাঁকে তিনি এর জন্য শ্রোতাদের ধন্যবাদ জানান।

যাঁরা গান করেন, তাঁরা তো নিয়মিত কণ্ঠের সাধনা করেন। হাবিব এই কাজটা কীভাবে করেন? ‘এভাবে কখনো কিছু করিনি। আমার চর্চা হলো ঘণ্টার পর ঘণ্টা স্টুডিওতে বসে থাকা।’

জানালেন, কণ্ঠশিল্পী নয়, সুর করার কাজটাই তিনি বেশি উপভোগ করেন। বললেন, ‘সৃষ্টির আনন্দ অন্য রকম।’

নিজের নতুন কাজের ব্যাপারে জানালেন, ন্যান্সিকে নিয়ে অনেকগুলো খণ্ড খণ্ড কাজ করেছেন। এবার ন্যান্সির একটা একক অ্যালবামের কাজ করবেন। হাবিবের শুরুটা হয়েছিল লোকগান দিয়ে। মায়া অ্যালবামের শিল্পী কায়া ও হেলালকে দিয়ে তিনি নতুন কাজ করছেন। এবারও হবে লোকগান।

রক গানের শিল্পী না হলেও হাবিব সামনে মেলো রক ধারার গান তৈরির পরিকল্পনা করছেন। পাশাপাশি নিজের নতুন গানগুলোতে রাখবেন বিভিন্ন রাগ-রাগিণীর ব্যবহার। আর তা হতে পারে সুরে কিংবা গানের যন্ত্রানুষঙ্গে।

চলচ্চিত্রের প্রসঙ্গ আসতেই বললেন, ‘চলচ্চিত্রের গান করে আগের মতো আনন্দ পাই না। কল্পনার সঙ্গে বাস্তবের পার্থক্য দেখে দেখে মনে ভয় ঢুকে গেছে। অনেক পরিশ্রম করে একটা ভাবনা থেকে গান তৈরি করি। শেষে চলচ্চিত্রে গানটির দৃশ্যায়ন দেখে প্রায়ই হতাশ হতে হয়। যদি যথাযথভাবে দৃশ্যায়ন করা সম্ভব হতো, তাহলে গানগুলোর জনপ্রিয়তা অন্য জায়গায় পৌঁছে যেত।’

বয়সের কথা জিজ্ঞেস করতেই একগাল হেসে বললেন, ‘৩১।’ প্রথম গান ‘দিন গেল’ রেকর্ড করার সময় ছিল ২৩। এই অল্প সময়েই হাবিব পেয়েছেন দারুণ জনপ্রিয়তা। এই জনপ্রিয়তা নিজের কাছে ‘বাড়তি চাপ’ বলে মনে হয়। এখনই কাজ থেকে একটু ছুটি নেওয়ার খুব শখ হয় তাঁর। বললেন, ‘যদি একটু ছুটি পেতাম। (একটু হেসে) সব গায়েব হয়ে যাক—এটা কিন্তু বলছি না।’

আড্ডা তখন শেষ পর্যায়ে, ফোন এল, স্টুডিওতে যেতে হবে। বিদায় জানাতে গিয়ে বললেন, ‘একটা কথা কিন্তু অবশ্যই লিখবেন, মা আমার গানের সবচেয়ে বড় ভক্ত। মা যখন এই কথা বলেন, তখন কিন্তু দারুণ আনন্দ পাই। আর বাবার (ফেরদৌস ওয়াহিদ) পরামর্শ নিয়েই আমি এগিয়ে চলেছি।’

শেষে মিউজিক স্টেশনের পর এবার সবাইকে অডিও সিডিতে (নকল নয়) গানগুলো শোনার আহ্বান জানালেন হাবিব।

Leave a Reply