সিমেন্ট ফ্যাক্টরি শ্রমিকদের আমরণ অনশন, অসুস্থ ৩

মুন্সীগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরিতে শ্রমিকদের আমরণ অনশন চলছে। ট্রেড ইউনিয়নের দাবিতে জেলার মুক্তারপুরে অ্যামিরেটার্স সিমেন্ট ফ্যাক্টরির কর্মবিরতি পালনরত শ্রমিকরা আজ বৃহস্পতিবারও আমরণ অনশন কর্মসূচি পালন করছে। শ্রমিকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এ সময় ৩ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।

অ্যামিরেটার্স সিমেন্ট বিডি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, গত ২০ মে থেকে ট্রেড ইউনিয়নের দাবিতে অ্যামিরেটার্স সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকদের একাংশ কর্মবিরতি পালন এবং মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরু করে। এতে অনশনরত শ্রমিক মোহাম্মদ আলী, মাহফুজুর রহমান ও হাবিবুর রহমান অসুস্থ হয়ে পড়েছে। সিমেন্ট ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে শ্রমিকরা এ আমরণ অনশন করছে।

অ্যামিরেটার্স সিমেন্ট ফ্যাক্টরির চিফ অব এডমিন দেলোয়ার হোসেন বলেন, শ্রমিকদের ক্ষুদ্র একটি অংশ কর্মবিরতি ও অনশন করছে। তবে তারা কেউই অসুস্থ হয়নি। অসুস্থতার ভান করে মানুষের সহানুভূতি পেতে চাচ্ছে। তিনি বলেন, মুন্সীগঞ্জের কোনো ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন নেই। কাজেই শ্রমিকদের অন্যায্য দাবি মালিকপক্ষ মেনে নেবে না।

Leave a Reply