মুন্সীগঞ্জ চরাঞ্চলের ৫টি ইউনিয়নই ঝুঁকিপূর্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের ৫টি ইউনিয়নকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ইউনিয়নগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ চরাঞ্চলের প্রতিটি ইউনিয়নে প্রার্থীদের নিয়ে নির্বাচনী সভা অব্যাহত রেখেছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার, মোল্লাকান্দি, শিলই, আধারা ও বাংলাবাজার ইউনিয়নের প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এখানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা একাধিক গ্রুপে বিভক্ত। ফলে একাধিক চেয়ারম্যান প্রার্থী একেক গ্রুপের পরিচয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই একজন বিএনপি সমর্থিত প্রার্থী থাকলেও তারা নীরবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি আরো জানান, এখানে বিগত ইউপি নির্বাচন ও আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা একাধিকবার সংঘর্ষ ও বোমাবজিতে লিপ্ত হয়েছিল। নির্বাচনকে কেন্দ্র করে পুনরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব কারণে চরাঞ্চলের ৫টি ইউনিয়নের প্রতিটিকেই ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশের অপর এক সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন ইউনিয়নে গিয়ে প্রার্থী ও ভোটারদের নিয়ে মতবিনিময় সভা করছেন।

Leave a Reply