যৌথ চিত্রকলা প্রদর্শনী

রাহমান মনি
‘Exposure of art and artist’ মূল স্লোগানকে সামনে রেখে জাপানের রাজধানী টোকিও শহরের ইকেবুকুরো Orange গ্যালারিতে বাংলাদেশি তরুণ চিত্রশিল্পীদের পাশাপাশি জাপানি শিল্পীদের চিত্রকলার এক প্রদর্শনী হয়েছে গত ১৪ মে থেকে ১৭ মে পর্যন্ত। চার দিনব্যাপী এই চিত্রকলা প্রদর্শনীর মূল আয়োজক ছিল Kahal art group। ১৪ মে শনিবার অপরাহ্ন চারটায় প্রদর্শনীর উদ্বোধন করেন যৌথভাবে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত একেএম মজিবুর রহমান ভূঁইয়া এবং Tokyo University of Art and Design এর ভাইস চ্যান্সেলর Okada Kouichi (কোউইচি ওকাদা)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোকিও ইউনিভার্সিটি অব আর্ট-এর ডিজাইন ডিপার্টমেন্ট প্রধান Takei Masako, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সংস্কৃতি ও চিত্রপ্রেমী প্রবাসী এবং জাপানি দর্শনার্থীবৃন্দ।

এবারের আয়োজন কাহাল আর্ট গ্রুপের ৩য় আয়োজন। কাহাল আর্ট গ্রুপ প্রধান বাংলাদেশি তরুণ শিল্পী কামরুল হাসান লিপু (Kahal) জানান, ২০০৮ থেকে তাদের যাত্রা শুরু হয়। ২০০৯ সালে তারা প্রথমবারের মতো ঢাকার ছক গ্যালারিতে (২ এপ্রিল থেকে ৭ এপ্রিল ২০০৯) এবং ২০১০ সালে টোকিওর ইকেবুকুরো অরেঞ্জ গ্যালারিতে দ্বিতীয়বারের মতো (৩ জুলাই থেকে ৬ জুলাই ২০১০) আয়োজন করেছিল।

২য় আয়োজনে ৩ জন জাপানি শিল্পী এবং ১৭ জন বাংলাদেশি চিত্রশিল্পীর মোট ২৯টি চিত্রকলা স্থান পায়। এবারের প্রদর্শনীতে ১১ জন জাপানি চিত্রশিল্পী এবং ১২ জন বাংলাদেশি চিত্রশিল্পীর মোট ৪৭টি চিত্রকলা স্থান পায়।
কামরুল হাসান লিপু (কাহাল) বলেন, যেখানেই যাই না কেন আমি একজন বাংলাদেশি। বাংলাদেশকে সেখানে পরিচিত করানো আমাদের উদ্দেশ্য। চিত্রকর্মের মাধ্যমে একটি দেশকে সুন্দরভাবে তুলে ধরা যায়। এ জন্য টোকিওতে ১ম এবং আমাদের ২য় আয়োজনের নাম দিয়েছিলাম Face of Bangladesh.

উদ্দেশ্য সম্পর্কে শিল্পী কাহাল বলেন, আমি নতুন শিল্পীদের কর্মকে উৎসাহিত করার জন্য প্রতি বছর নতুন নতুন শিল্পীদের চিত্রকর্মকে প্রদর্শনীতে স্থান দিয়ে থাকি। আমরা শিল্প এবং শিল্পীকে নিয়ে কাজ করতে চাই। বিক্রয়লব্ধ অর্থ থেকে প্রতি বছর অন্তত একজন ছাত্রকে হলেও স্কলারশিপ দিয়ে তার শিক্ষাক্রম সুগম করতে চাই। দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোও আমাদের অন্যরকম লক্ষ্য।

৩য় প্রদর্শনীতে বাংলাদেশের তরুণ শিল্পীদের মধ্যে আলাউদ্দিন আহমেদ, সরবরি রায় চৌধুরী, সবিদ ওসমান, এশা জাবিন, নগরবাসি বর্মন, মাহবুব হাসান খান, আবেদিন কিষান, মনজুর রশিদ, এমডি মাহবুব আলম, মো. পারভেজ, কামরুদ্দোহা, কানাই মল্লিক, কামরুল হাসান নিপুর চিত্রকলা স্থান পেয়েছে। আর জাপানি শিল্পীদের মধ্যে মোরিয়োশি তাকেশি, সাইতো ইয়াসুহিরো, হিরোকি ওহিরা, ইয়ামোতো শোউহেই, তাকাহামি মাকোতো, কিয়োউহেই ইয়াসাদা, আকিতো সাএকি, সানশিরো ডোমোন, তানাকা ফুমি, কুরুদা শিগেইকি, নাওকি কোশিজুকা এবং হিরোশি কোবায়াশির চিত্রকলা স্থান পেয়েছে। অনেকের একাধিক কর্ম স্থান পেয়েছে।

মুন্সীগঞ্জের ছেলে কামরুল হাসান নিপু বাংলাদেশ ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (UODA)’র ছাত্র ছিলেন। ২০০৯ সালে জাপান সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষার্থে জাপান আসেন। বর্তমানে তিনি Tokyo University of Art and Design-এর ৪র্থ ও শেষ বর্ষের ছাত্র।

rahmanmoni@kym.biglobe.ne.jp

Leave a Reply