মুন্সীগঞ্জের সিরাজদিখানের জৈনসার ইউনিয়নে আ’লীগ ও বিএনপি সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ভাটিমভোগ ভবানীপুর ও পশ্চিমপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সোহাগ নামের এক যুবককে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শহীদুল, শাহিন ও ইকবালসহ অপর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএসপি সার্কেল আজ শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে দুই পক্ষকে নিয়ে বৈঠকের উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সিরাজদিখানের জৈনসার ইউনিয়নের আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দুদু ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলমাছ মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ভাটিমভোগ, ভবানীপুর পশ্চিমপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিরাজদিখান থানার ওসি মো. মাহাবুবুর রহমান ঘটনাস্থল থেকে জানান, দুই চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকদের নিয়ে বৈঠক করা হচ্ছে। যাতে পুণরায় কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে।
শীর্ষ নিউজ
—————————————–
সিরাজদিখানে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১২
মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুটুমভোগ ও জৈনসার পশ্চিমপাড়া এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ আহত হয়েছেন।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন, সোহাগ, শহীদুল ইসলাম, ইকবাল, সহিদ, মুরাদ, রিপন ও আলেক।
এদের মধ্যে সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দুদুর সমর্থকরা রাত সাড়ে ১২টার দিকে কুটুমভোগ এলাকায় ভোট চাইতে গেলে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আলী আলমাস মোল্লার সমর্থকরা বাধা দেয়। এ সময় দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে কমপক্ষে ৫ জন আহত হয়।
এর জের ধরে পরে আবার জৈনসার পশ্চিমপাড়া এলাকায় দু’পক্ষের সমর্থকরা পুলিশের উপস্থিতিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়।
সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কুটুমভোগ এলাকায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ঘটনায় শনিবার সকালে দু’পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে বলে জানান ওসি মাহবুবুর রহমান।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply