সাকিল হাসান সিরাজদিখান (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নে প্রায় ৮০ জন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেও প্রার্থীরা কোন বিচার সালিশে যাচ্ছেনা কারন যদি কোন পক্ষ পাতিত্ব হয়ে যায় সেই ভয়ে। অনেকে সামাজিক উন্নয়নের সাহায্য করছেন আবার ভবিষ্যতে উন্নয়ন কর্মকান্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন। সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন -
(১) শেখরনগর ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান এস এম আমজাদ হোসাইন, আসলাম হোসেন এ্যপোলো, টুটুল সরকার।
(২) চিত্রকোট ইউনিয়ন : চিত্রকোট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছামছুল হুদা, চিত্রকোট ইউনিয়ন যুবলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মন্টু, এ কে এম ছামছু্জ্জামান মিরাজ।
(৩) রাজানগর ইউনিয়ন : সাবেক চেয়ারম্যান এম এ কাশেম, মোঃ মজিবুর রহমান ।
(৪) কেয়াইন ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান আঃ রহিম, যুবলীগ নেতা সাবেক ভিপি মোঃ আশ্রাফ আলী, বারেক বেপারী, আয়নাল হক, আবুসাইদ শামীম ও সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন
(৫) বাসাইল ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান একে এম তাইফুর আলম ডালু, সাংবাদিক সামছুজ্জামান পনির, ছামছুল আলম আরেফিন, সাইফুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল।
(৬) রশুনিয়া ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান কাজী মোস্তাক আহমেদ শ্যামল, ইকবাল হোসেন সাবেক ভিপি কে.বি ডিগ্রী কলেজ, বি.এন.পি নেতা আঃ খালেক শিকদার, বি.এন.পি নেত্রী মনোয়ারা শিকদার।
(৭) ইছাপুরা ইউনিয়ন : সাবেক চেয়ারম্যান আঃ মতিন হাওলাদার, উপজেলা বি.এন.পি সম্পাদিকা শীলা কামাল ও সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহস বাহার।
(৮) মালখানগর ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান মোঃ মজিদ মিঞা, আজিজুর রহমান খাঁন, শাহীন মোল্লা, বিল্লার খান।
(৯) মধ্যপাড়া ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান হাজী আবুল কালাম ঢালী, আলীম আল রাজু, আঃ লতিব হাওলাদার , বছির আহম্মেদ ও সাবেক চেয়ারম্যান মজিববর রহমান।
(১০) বালুচর ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দিক মোঃ আঃ হালিম, মোঃ আমিরউদ্দিন আমিন, শাহবাজ সরকার, ইরান আহম্মেদ ও মোঃ মুক্তার হোসেন।
(১১) লতব্দী ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান হাজী নূর হোসাইন, এস এম সোহরাব হোসেন সিনিয়র সহ- সভাপতি সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ, সিরাজদিখান উপজেলা যুবলীগ আহবায়ক হাফেজ ফজলুল হক , সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ মনির হোসেন মিলন, বি.এন.পি নেতা মোজাম্মেল হোসেন পিন্টু ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মান্নান কোম্পানী।
(১২) জৈনসার ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান মোঃ আলী আলমাস মোল্লা, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু ও আওয়ামীলীগ নেতা রসরাজ মন্ডল।
(১৩) কোলা ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান মোঃ মীর লিয়াকত আলী, মোঃ নাছিরউদ্দিন চৌধুরী, আব্দুল খালেক।
(১৪) বয়রাগাদী ইউনিয়ন : বর্তমান চেয়াম্যান খন্দকার মাহমুদ উর রহমান কুট্টি, হাবিবুর রহমান সোহাগ, গাজী আলাউদ্দিন, রুহুল আমিন বেবী ও যুবলীগ নেতা শহীদ।
বিডি রিপোর্ট ২৪
Leave a Reply