কালজয়ী ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন

স্মরণ
কালজয়ী ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। ১৯০৮ সালের এইদিনে তিনি পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে। তার পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে গ্র্যাজুয়েট করেন। চাকরি করতেন সেটেলমেন্ট বিভাগে। শেষজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। অবসর গ্রহণের আগ পর্যন্ত ঐ পদেই কর্মরত ছিলেন। পিতার চাকরিসূত্রে মানিক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় বসবাস করেছেন। মানিক হচ্ছে তার ডাক নাম। আসল নাম প্রবোধ কুমার। তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবন বৈচিত্র্যময়। পিতার কর্মের জন্য পড়তে হয়েছে দুমকা, আড়াসাসরাম কলকাতা, ব্রাহ্মণবাড়িয়া, বারাসাত, টাঙ্গাইল, ও মেদিনীপুরের নানা স্কুলে। শেষ পর্যন্ত ১৯২৬ সালে মেদিনীপুর জেলাস্কুল থেকে এন্ট্রান্স পাস করেন। ১৯২৮ সালে বাঁকুড়া ওয়েসলিয়ন মিশন কলেজ থেকে আইএসসি পাস করেন। বিএসসি ভর্তি হলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজে; কিন্তু শেষ করতে পারেননি। ঢুকে পড়লেন পেশাগত জীবনে। ১৯৩৪ সালে স্থাপিত হয় উদয়াচল প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউস। সে থেকে ১৯৪০ সাল পর্যন্ত ভাইয়ের সাথে যৌথভাবে পরিচালনা করেন এই প্রতিষ্ঠান। একই সাথে ১৯৩৭ থেকে ৩৯ সাল পর্যন্ত বঙ্গশ্রী পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও কিছুদিন তিনি ভারত সরকারের ন্যাশনাল ওয়্যার ফ্রন্টের প্রভিন্সিয়াল অরগানাইজার এবং বেঙ্গল দফতরে প্রচার সহকারী পদে কর্মরত ছিলেন।

মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের অন্যতম একজন শক্তিমান লেখক। স্নাতক শ্রেণীতে অধ্যয়নের সময় তার প্রথম গল্প আতসী মামী প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। এই গল্পই পাঠকমহলে আলোড়ন সৃষ্টি করে। তার পর থেকে নিষ্ঠা ও অধ্যবসায়ের ফলে অতি অল্প সময়েই তিন একজন সুপ্রতিষ্ঠিত লেখকের মর্যাদা লাভ করেন। বিংশ শতাব্দীর তিরিশের দশকে রবীন্দ্রনাথ, শরত্চন্দ্র ধারার বিরোধিতা করে কল্লোল গোষ্ঠীর যে আবির্ভাব ঘটেছিল, সেখানে লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বতন্ত্র পরিচয় গড়ে ওঠে।

মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম জীবনে মনোবিজ্ঞানী ফ্রয়েড ইয়ুং অ্যাভলার প্রমুখ দ্বারা প্রভাবিত হলেও পরবর্তী সময়ে তিনি মার্কসেবাদে দীক্ষা নেন। ১৯৪৪ সালে তিনি কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য হন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দলের কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। তিনি সম্পৃক্ত ছিলেন ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পী সঙ্ঘের সাথে। সাহিত্যের মাধ্যমে মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বের বিশ্লেষণ এবং মানুষের মনোরহস্যের জটিলতা উন্মোচনে তিনি ছিলেন একজন দক্ষ শিল্পী। শহরের পাশাপাশি তার উপন্যাসে উঠে এসেছে গ্রামজীবনের দ্বন্দ্বসংকুল পটভূমি। তিনি অর্ধশত উপন্যাস ও দু’শ চব্বিশটি গল্প রচনা করেছেন।

তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো— উপন্যাস: জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, শহরতলী, চিহ্ন, সর্বজননী, আরোগ্য, প্রভৃতি। আর ছোটগল্প: প্রগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, হলুদপোড়া, আজকালপরশুর গল্প। তার শ্রেষ্ঠ গল্প ফেরিওয়ালা। পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথা উপন্যাস দু’টি তার বিখ্যাত রচনা। এই উপন্যাসের মাধ্যমেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন। পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রে রূপায়িত হয়েছে।

মানিক বন্দ্যোপাধ্যায় তার রচনায় মানুষের অন্তর্জীবন ও মনোলোক বিশ্লেষণে শক্তিসত্তার পরিচয় দিয়েছেন। তার প্রথম দিকের রচনায় নিপুণভাবে বিশ্লেষিত হয়েছে মানুষের অবচেতন মনের নিগূঢ় রহস্য।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পঞ্চাশের মন্বন্তর পরবর্তী রচনায় তার সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করে তার নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে তার শেষজীবনের রচনায়। লেখক নিজেও এক সময় চরম দারিদ্র্যের শিকলে বন্দি হয়ে পড়েন। তবুও সাহিত্যচর্চা ছাড়া তিনি অন্য কোনো পেশায় নিজেকে নিয়োজিত করেননি। একসময় তাই পশ্চিমবঙ্গের সরকার তাকে সাহিত্যবৃত্তির ব্যবস্থা করলেন। এসব কারণেই দারিদ্র্য মানুষের স্বভাবে কী পরিবর্তন আনে, যৌন আকাঙ্ক্ষার সাথে উদরপূর্তি কী সমস্যা সৃষ্টি করে—তার বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে তার পদ্মা নদীর মাঝি উপন্যাসে।

মানিক বন্দ্যোপাধ্যায় শুধু সাহিত্য রচনায়ই নিয়োজিত ছিলেন না। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন। ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি কলকাতার টালিগঞ্জ অঞ্চলে ঐক্য ও মৈত্রী স্থাপনের প্রয়াসে সক্রিয় ভূমিকা রাখেন। বাংলা সাহিত্যের এই অমর শিল্পী ১৯৫৬ সালে ৩ ডিসেম্বর কলকাতায় ইহলোক ত্যাগ করেন।

অনেক লেখা পাবেন এখানে

Leave a Reply