বিপর্যয়ে মুন্সিগঞ্জের নদী ও মানুষ

সিমেন্ট কারখানা থেকে ক্লিঙ্কারপাত
মাহাবুব আলম লিটন, মুন্সিগঞ্জ : চারটি সিমেন্ট কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত ক্লিঙ্কার এখন মুন্সিগঞ্জের মানুষ ও নদীর জন্য মহাবিপদ হয়ে দেখা দিয়েছে। ক্লিঙ্কার ধূলিঝড় হয়ে চারপাশের জনবসতির ক্ষতি সাধন করছে এবং ধলেশ্বরী ও শীতলক্ষা নদীর নাব্য নষ্ট করছে।

জানা গেছে, আধুনিক পদ্ধতি ব্যবহার না করা এবং সনাতন পদ্ধতি ক্রেনের মাধ্যমে কারখানার কাঁচামাল ক্লিঙ্কার উত্তোলন করার সময় সিমেন্ট কারখানা এবং এর আশপাশের এলাকা ধূলিঝড়ের কবলে পড়ছে। সেইসঙ্গে সিমেন্টের এই বিষাক্ত ধূলি নদীর তলদেশে গিয়ে জমাট হয়ে নদীর গভীরতা কমিয়ে দিচ্ছে। বিশেষ করে প্রবল স্রোতও সিমেন্টের জমাট ভাঙতে পারছে না এবং এতে নদীর তলদেশ ক্রমেই ভরাট হয়ে নদীর নাব্য কমিয়ে দিচ্ছে। অপর দিকে বিষাক্ত এই ধুলা মানুষের চর্মরোগ ও ফুসফুসের ক্যান্সারসহ শ্বাস-প্রশ্বাসের মারাত্মক ক্ষতি করছে। খোঁজ নিতে গিয়ে জানা যায়, ক্রাউন এমিরেটস্ প্রিমিয়ার ও শাহ সিমেন্ট কারখানাগুলো থেকে ক্লিঙ্কার প্রতিদিনই বাতাসে ছড়িয়ে দেয়া হচ্ছে এবং তুষারপাতের মত নদী ও জনপদের ওপর নেমে আসছে। এলাকাবাসীর অনেকে অভিযোগ করেছেন, সিমেন্ট কারখানার কাঁচামাল উত্তোলনের সময় ক্লিঙ্কারের ধূলিঝড় পুরো এলাকা কুয়াশার মত আচ্ছন্ন করে ফেলছে। এ সময় নদীতে চলাচলরত লঞ্চ যাত্রীদেরও দারুণ সমস্যায় পড়তে হচ্ছে। নামিদামি এসব কোম্পানি তাদের গুণগতমান ধরে রাখলেও পরিবেশ ও মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করার কোন ধরনের উদ্যোগ নিচ্ছে না।

Leave a Reply