মুন্সীগঞ্জে স্ত্রী নূরজাহানকে হত্যা করায় স্বামী ডালিম উদ্দিনকে যাবজীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন। এছাড়া ডালিমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শ্বশুর বাহারুল্লাহ ও শাশুড়ী আছিয়া বেগগ খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে প্রকাশ, সিরাজদিখান উপজেলার চরগুলগুলিয়া গ্রামের আবুল কালামের মেয়ে নূরজাহানের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের চরকুলদুনিয়া গ্রামের বাহারুল্লাহর ছেলে ডালিমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকে জন্য স্ত্রী নূরজাহানকে নির্যাতন করলে তা নিয়ে এলাকায় বিচার সালিশ হয়। স্ত্রী নূরজাহনকে স্বামীর বাড়িতে পাঠানো হলে কয়েকদিন পর একটি হাউজিং প্রজেক্ট তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়ীকে আসামি করে সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply