সিরাজদিখানে ৭ ইউনিয়নের ফলাফল ঘোষণা, স্থগিত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৭টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকালে ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনে ৬ জন আওয়ামী লীগ ও ১ জন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। ব্যালট বাক্স ছিনতাইসহ সহিংস ঘটনায় ৩টি ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

জানা গেছে, মালখানগর আওয়ামী লীগ সমর্থিত সানজিদা আক্তার জোৎস্না, মধ্যপাড়া বিএনপি সমর্থিত আলীম আল রাজি, বয়রাগাদি আওয়ামী লীগ সমর্থিত গোলাম হাবিবুর রহমান সোহাগ, ইছাপুরা আওয়মী লীগ সমর্থিত আব্দুল মতিন হাওলাদার, জৈনসার আওয়ামী লীগ সমর্থিত রফিকুল ইসলাম দুদু, রশুনিয়া আওয়ামী লীগ সমর্থিত ইকবাল চোকদার ও বালুরচর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু বক্কর সিদ্দিককে বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, লতব্দি ইউনিয়নের লতব্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের, কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের ভোটকেন্দ্রে ও ইউছাপুরা ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের ব্যালটবাক্স ছিনতাই হওয়ায় এ ৩ ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে। এছাড়া এসব কেন্দ্রের কোনো মালামালও পাওয়া যায়নি।

Leave a Reply