বাউশিয়া হবে আদর্শ ইউনিয়ন

শাখাওয়াত সরকার, গজারিয়া থেকে: গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হাসমত আলী। বাউশিয়া ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ, অন্যায়-অত্যাচার, জুলুমবাজদের হাত থেকে মুক্ত করার অঙ্গীকার করে একটি আদর্শ ইউনিয়ন উপহার দেয়ার জন্য হাসমত আলী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জনগণের পাশে থেকে মানুষের সেবা এবং বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুল উন্নয়নমূলক কাজে দান করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোটারদের কাছে নিজের পরিচয় ও কুশল বিনিময় করছেন। হাসমত আলী দলমত নির্বিশেষে সর্বসাধারণের অত্যন্ত আপনজন। গরিব-দুঃখী মেহনতি মানুষের বন্ধু। চর বাউশিয়া মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি, বাউশিয়া এমএ আজহার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য ও চর বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি। বাউশিয়া ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, মাদরাসা, হাট-বাজারের উন্নয়ন করে আদর্শ ইউনিয়ন হিসেবে পরিণত করার অঙ্গীকার করেন তিনি। তার এ অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন এলাকার জনগণ। তিনি বলেন, বাউশিয়া ইউনিয়নের ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করেছে, মহাসড়কের পাশে বড় বড় শিল্প-কারখানা গড়ে উঠছে। এখানে জমি কেনাবেচা, মাটি ভরাট নিয়ে প্রায় সময় সংঘর্ষের ঘটনা ঘটছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি দূর করে বাউশিয়াকে আদর্শ ইউনিয়ন উপহার দেবো।

Leave a Reply