শাখাওয়াত সরকার, গজারিয়া থেকে: গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি মডেল ইউনিয়নে পরিণত করার দৃঢ় অঙ্গীকার নিয়ে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন গজারিয়া থানা ছাত্রলীগের সভাপতি ও সমাজসেবক মাহবুব আলম (শাহীন)। তিনি রাজনীতির পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে সবার কাছে পরিচিত। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে সমাজের বেশ উন্নয়নমূলক কাজ করেছেন। শাহীন ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের প্রতিটি গ্রাম-মহল্লায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন ও দোয়া চাইছেন। মাহবুব আলম (শাহীন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স পাস করেন। পড়ালেখা অবস্থায় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ভবেরচর জাতীয় ঈদগা ও গোরস্তান কমিটির সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সদস্য ও কলিমউল্লা কলেজের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি জনগণের পক্ষে থেকে মানুষের সেবা এবং বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ, ঈদগা মাঠ, কবরস্থানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ভবেরচর ইউনিয়ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত করে উপজেলার মধ্যে এ ইউনিয়নকে মডেল হিসেবে পরিণত করবো।
Leave a Reply