শ্রীনগরে যৌতুক না পেয়ে হামলা, আহত ৬

শ্রীনগরে যৌতুক না পেয়ে হামলার ঘটনায় ৬ জন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মুন্সীরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বন্যা (১৯)-এর সঙ্গে চাচাতো ভাই দ্বীন ইসলাম (২৩)-এর ৭ মাস আগে বিয়ে হয়। জয়নাল মিয়া জানান, বিয়েতে ১ ভরি স্বর্ণালঙ্কার ও ১ টি খাট দেয়ার কথা ছিল। এগুলো কেনার জন্য ২ বারে ৩০ হাজার টাকা পরিশোধ করে বাকি টাকা পরিশোধের জন্য সময় নিয়েছিলাম। কিন্তু সময়মতো টাকা দিতে না পারায় গতকাল সকালে বন্যার স্বামী দ্বীন, তার বোনজামাই শহিদুল, ভাসুর চঞ্চল, লিটনসহ কয়েকজন মিলে আমাদের ওপর হামলা চালায়। এতে মোশারফসহ ৩ জন আহত হয়। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply