চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা

সিরাজদিখানে আ’লীগ ৭ বিএনপি ২
মুন্সীগঞ্জে মঙ্গলবার অনুষ্ঠিত সিরাজদিখান উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান বিজয়ী হয়েছেন ৭ জন। ২ জন বিজয়ী হয়েছেন বিএনপির। বাকি ১টির ফলাফল ঘোষণা হয়নি একটি কেন্দ্র স্থগিত হওয়ায়। মালখানগর ইউপির চেয়ারম্যান হলেন সানজিদা আক্তার জ্যোস্না (আ’লীগ), ইছাপুরা ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন হালদার (আ’লীগ), বয়রাগাদি ইউপির চেয়ারম্যান হয়েছেন হাবিবুর রহমান সোহাগ (আ’লীগ), জৈনসার ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু মিয়া (আ’লীগ), রসুনিয়া ইউপির নতুন চেয়ারম্যান ইকবাল হোসেন (আ’লীগ) বাসাইল ইউপির চেয়ারম্যান সাইফুল আসলাম (আ’লীগ), বালুরচর ইউপির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক (আ’লীগ), কোলা ইউপির চেয়ারম্যান মীর লিয়াকত আলী (বিএনপি), মধ্যপাড়া ইউপির চেয়ারম্যান আজিম আল রাজি (বিএনপি)।

লতুব্দী ইউপির লতব্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণনার সময় ব্যালট পেপার ছিনতাই হয়ে গেছে। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ১৩৩০। ৯টি কেন্দ্রের মধ্যে ৮টির ফলাফলে আঃ মান্নান কোম্পানি (আ’লীগ) ২৮৭৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহরাব হোসেন (আ’লীগ) পেয়েছেন ২৭৫৪ ভোট এবং তৃতীয় স্থানে রয়েছেন হাফেজ ফজলু (আ’লীগ) ২৫৯০। মঙ্গলবার রাতে স্ব স্ব রিটার্নিং অফিসারগণ রাতে এই ফলাফল নিশ্চিত করেন। তবে বুধবার বিকেলে জেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানিয়েছেন, লতুব্দির একটি কেন্দ্র স্থগিত ছাড়াও কোলা ইউপির রক্ষিতপাড়া ভাই ভাই সংঘ ও ইছাপুরা ইউপির ইছাপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ প্রয়োজন।

Leave a Reply