পদ্মা সেতু নির্মাণে এডিবির সঙ্গে ঋণ চুক্তি ৬ জুন

স্বপ্নপূরণের শেষ ধাপ পূরণ হবে
স্বপ্নপূরণের শেষ ধাপে দাঁড়িয়ে বাংলাদেশ। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে সর্বশেষ সংস্থা হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ঋণ চুক্তি হবে আগামী ৬ জুন সোমবার। বাংলাদেশ সরকার ও এডিবির সঙ্গে এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হবে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে। পদ্মা সেতু নির্মাণে ম্যানিলাভিত্তিক এ সংস্থাটি বাংলাদেশকে ৪ হাজার ৪৯০ কোটি টাকা (৬১ কোটি ডলার) ঋণ সহায়তা দিচ্ছে। ঋণ চুক্তিতে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং এডিবির পক্ষে সংস্থাটির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি থেবাকুমার কান্দিয়াহ স্বাক্ষর করবেন বলে ইআরডি সূত্রে জানা গেছে। এর আগে গত ২৮ এপ্রিল পদ্মা সেতুতে ঋণ সহায়তা প্রদানকারী প্রথম সংস্থা হিসেবে বিশ্বব্যাংকের সঙ্গে ৮ হাজার ৭৬০ কোটি (১২০ কোটি ডলার) টাকার ঋণ চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। এরপর গত ১৮ মে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির (জাইকা) সঙ্গে ৩ হাজার ২৯ কোটি (৪১ কোটি ডলার) এবং ২৪ মে জেদ্দাভিত্তিক সংস্থা ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে ১ হাজার ২২ কোটি (১৪ কোটি ডলার) টাকার ঋণ চুক্তি হয়।

আরিফুর রহমান:

Leave a Reply