পদ্মায় দুটি সিবোটের মুখোমুখি সংঘর্ষে আহত ১২

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে পদ্মা নদীর হাজরা টার্নিংয়ে দুটি সিবোটের মুখোমুখি সংঘর্ষে অন্ততঃ ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ৬ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মাওয়া ঘাটে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর রায় জানান, কাওড়াকান্দিগামী দিনু খানের সিবোট ও মাওয়াগামী তেল ব্যবসায়ী সানির সিবোটের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দিনু খানের সিবোটের চালক ও ১২ জন যাত্রী আহত হয়ে ছিটকে পদ্মা নদীতে পড়ে যায়। অপর সিবোটে কোন যাত্রী ছিল না।

এ সময় অন্য সিবোট ও লঞ্চগুলো নদী থেকে যাত্রীদের উদ্ধার করে। মাওয়া ঘাটে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লৌহজং থানার ওসি সুব্রত কুমার সাহা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি আহতদের নাম জানাতে পারেন নি।

উল্লেখ্য, সন্ধ্যার পর পদ্মায় সিবোট চলাচল নিষিদ্ধ থাকলেও এখানে তা বার বার উপেক্ষিত হচ্ছে।

Leave a Reply