মুন্সীগঞ্জের গজারিয়ায় জরিনা (৩০) নামের এক গৃহবধূ ধর্ষিত হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার বড়রায়পুরা গ্রামে বাড়ির পাশের একটি কৃষি জমি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তার স্বামীর নাম জামান মিয়া। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিকেলে বড়রায়পুরা গ্রাম থেকে ধর্ষক বিল্লালকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গজারিয়া উপজেলার বড়রায়পুরা গ্রামের গৃহবধূ জরিনাকে শনিবার রাতে একই গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে বিল্লাল বাড়িতে ঢুকে জরিনাকে ধর্ষণ করে। এতে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়লে বিল্লাল তাকে বাড়ির পাশের একটি কৃষি জমিতে ফেলে রেখে যায়। আজ ভোরে গ্রামবাসী জরিনাকে জমিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানায়, ভর্তি করার একটু পরেই জরিনা সুস্থ হলে সে ঘটনাটি সবাইকে খুলে বলে। এ ঘটনায় তার আত্মীয়-স্বজন গজারিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক বিল্লালকে গ্রেফতার করে।
Leave a Reply