পুরুষের ব্যক্তিত্ব আর নারীর সতিত্ব,
আজীবন ধরে রাখা উভয়ের কৃতিত্ব।
ব্যক্তিত্বহীন পুরুষ আর অসতী নারী,
শ্রোতবিহীন নদ আর ইঞ্জিন ছাড়া গাড়ি।
বহুগামী পুরুষ আর বহুগামী নারী,
প্যান্ডেলের বাঁশ, আর ডেকোরেটরের হাড়ি।
ব্যক্তিত্বহীন পুরুষ যেমন সমাজে দাম নেই,
সতিত্বহীন নারী হলে স্বর্গে স্থান নেই।
আমাদের সমাজে সৎ মানুষ হলে পরে,
সবাই তাকে সন্মান করে পরমশ্রদ্ধা ভরে।
তৈল মেখে মন্ত্রী হলে ব্যক্তিত্বের দাম নেই,
আজীবন ক্ষমতায় থাকলেও হৃদয়ে স্থান নেই।
সতী নারী হয়ে যদি ঘর করো আলো,
শশুর-শাশুড়ী দেবর ননদ বাসবে তোমায় ভালো।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিম্বা হউক খৃষ্টান,
ধর্ম, বর্ণ নির্বিশেষে অসতীদের নেই স্থান।
যাক নাম, থাক মান কর উঁচু শির,
তাহলেই তুমি হবে প্রকৃত বীর।
পুরুষ হয়ে বাঁচো যদি হও ব্যক্তিত্ববান,
ছোট বড় সবাই তোমায় করবে সম্মান।
Leave a Reply