মুন্সীগঞ্জের চরাঞ্চলের ৪ জলদস্যুকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজ রোববার চাঁদাবাজি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন। জানা গেছে, আজ রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পূর্বের একটি মামলায় আত্মসর্মপন করে জলদস্যু খালেক দেওয়ান, সেলিম দেওয়ান, ফারুক ও তপু দেওয়ান নামের ৪ জলদুস্য। এ সময় তাদের জামিনের আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন। বিকেল ৪টার দিকে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ৪ মাস আগে জেলা সদরের চরাঞ্চল আধারা ইউনিয়নের রজতরেখা নদীতে জেলেদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে জলদস্যুরা। এ ঘটনায় জেলে নুর মোহাম্মদ সদর থানায় চাঁদা দাবির অভিযোগে জলদস্যুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
Leave a Reply