নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, বিরোধ নয়: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল এডভোকেট মাহবুব-এ-আলম বলেছেন, নির্বাচনের আগে বা পরে কখনোই বিরোধ-সংঘাত থাকা উচিত নয়। তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, তবে বিরোধ নয়। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসারে অগ্রসর বিক্রমপুর নামের একটি সংগঠনের কার্যালয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি অগ্রসর বিক্রমপুর লৌহজং কেন্দ্রের কার্য-পরিষদের কর্মকর্তা-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং অগ্রসর বিক্রমপুরের প্রতিষ্ঠাতা নূহ-উল-আলম লেনিন, কনকসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একে নুরুল হক প্রমুখ।

অ্যটির্নি জেনারেল বলেন, প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। প্রার্থীর প্রতি সমর্থকদের অকুণ্ঠ সমর্থনও থাকতে পারে। তবে প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে বিরোধ থাকতে পারে না।

Leave a Reply