শ্রীনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৩ যুবককে জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে জরিমানা করেছেন। জানা গেছে, উপজেলার দেউলভোগ গ্রামের আরিফ হোসেন, ইব্রাহীম ও রহিম নামের ৩ যুবক হরপাড়া এলাকার বর্তমান চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত প্রার্থী আ. বারেকের বিরুদ্ধে নানা কুৎসা ও আপত্তিকর লেখা সম্বলিত লিফলেট বিতরণ করে। এ সময় এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে পুলিশ ও উপজেলা নির্বাচন সমন্বয়কারী আ. লতিফ মোল্লাকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবিনা ফেরদৌসি তাদের প্রত্যেককে ৫শ টাকা করে জরিমানা অনাদায়ে ১ দিনের সাজা প্রদান করেন।

Leave a Reply