মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চেয়ারম্যানপ্রার্থীসহ ১২ জন আহত হয়েছেন। ভোটার লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিকাল সাড়ে ৩টার দিকে রাঢ়ীখাল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বাবুল আক্তার ও অপর প্রার্থী রিপন বেপারীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
র্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ওই কেন্দ্রে নির্দিষ্ট সময়ের ২৫ মিনিট আগেই ভোটগ্রহণ শেষ হয়ে যায়।
আহত চেয়ারম্যান প্রার্থী বাবুল আক্তার, ইদ্রিস বেপারী, আাবুল কালাম, আরিফ হালদার ও রুহুল আমিনকে রক্তাক্ত অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বাবুল আক্তার বাংলানিউজকে বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে ভোট চলাকালে প্রতিদ্বন্দ্বী রিপন বেপারীর লোকজন আমার সমর্থকদের লাইন থেকে বের করে দেয়। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।’
এ ব্যাপারে রিপন বেপারীর বক্তব্য জানা যায়নি। তবে তার এক সমর্থক জানান, লাইনে দাঁড়িয়ে তাদেরকে হুমকি-ধামকি দেয় বাবুলের লোকজন। এতে উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
র্যাব-১১ এর এএসপি মিলন মাহমুদ বাংলানিউজকে জানান, তুচ্ছ ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
—————————————————
শ্রীনগরে ভোট কেন্দ্রে সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১৫
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকদের সংঘর্ষে প্রার্থীসহ ১৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে বালাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- চেয়ারম্যান প্রার্থী বাবুল আক্তার, রুহুল আমিন (২২), আরিফ হালাদার (২৩) ও ইদ্রিস শিকদারসহ ১৫ জন।
সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, চেয়ারম্যান প্রার্থী শহীদুল্লাহ রিপন বেপারী (দোয়াত কলম) ও বাবুল আক্তার (দেয়াল ঘড়ি) ভোটার লাইনের সিরিয়াল নিয়ে তর্ক-বির্তক শুরু করেন। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে বাবুল আক্তারসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত চেয়ারম্যান প্রার্থীকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসাপতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শীর্ষ নিউজ
—————————————————
Leave a Reply