লৌহজংয়ে ভোটারদের টাকা দেয়ার দায়ে যুবকের কারাদণ্ড

মুন্সীগঞ্জের লৌহজংয়ের বেজগাঁও কবরস্থান এলাকায় ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অপরাধে আজ মঙ্গলবার এক যুবককে এক বছর কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। লৌহজং থানার ওসি সুব্রত সাহা জানান, চেয়ারম্যান প্রার্থী নরুল ইসলামের গরুর গাড়ি প্রতীকের পক্ষে ভোটারদের টাকা প্রদানের সময় জাফর ইকবাল (৩২) নামে ১ যুবককে হাতেনাতে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করে সাড়ে ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

আদালতের বিচারক সাক্ষ্য-প্রমাণ শেষে আটককৃত যুবককে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদ- প্রদান করেন এবং আজ বিকেলেই তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেন। জাফর বেজগাঁও গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র।

Leave a Reply