টঙ্গীবাড়ীতে ধানের বাম্পার ফলন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা ধান কাটা শুরু করেছেন। এবার আলুতে লোকসান গুনে ব্যাপকভাবে কৃষকরা বোরো ধানের আবাদ করেছিলেন। আগে ওই সব জমিতে আলু উঠিয়ে ধঞ্চে চাষ করা হত। আলুর লোকসান পোষাতেই এ বছর কৃষকরা ওই জমিতে ধান চাষ করেন। আবহাওয়া অনুকূলে থাকার কারণে ঝড় তুফান না হওয়ায় ধানের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২৬৭০ হেক্টর জমিতে উফশী, ২০ হেক্টরে হাইব্রিড ও ৮০ হেক্টরে স্থানীয় বোরো জাতের ধান চাষ করা হয়েছে। কৃষি কর্মকর্তা মহিদুর রহমান জানিয়েছেন পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য সময় মতো কীটনাশক প্রয়োগে কৃষকদের নিয়ে সভা করে তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রতি হেক্টর জমিতে সারে ৪ টন ধান উৎপন্ন হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এ বছর রোপন মৌসুম থেকে ধান পাকা পর্যন্ত বৃষ্টি হওয়ায় ধানে চিটা হয়নি, এ ছাড়া কৃষকরা ডিপ বসিয়ে সেচের ব্যবস্থা করেছেন।

Leave a Reply